Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
জালালপুর ঐতিহাসিক কুটির বিল
স্থান
জালালপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
কটিয়াদী থানার মোড় হইতে জালালপুর রোড চরঝাকালিয়া স্বর্নিভর ভায়া জালালপুর ইউনিয়ন পরিষদের সামনে দিয়া ঐতিহাসিক কুটির বিলে যাওয়া যায়। কটিয়াদী হইতে রিক্সা ৩০ টাকা ভাড়া এবং সিএনজি ভাড়া ২০ টাকা।
বিস্তারিত

এই বিলটি জালালপুরের জন্য একটি ঐতিহ্যবাহী বিল ।  এই বিলটি নীল কুটিরেরপাশেই প্রবাহিত একটি ঐতিহ্যবাহী জলাশ্বয়। মাছে ভাতে বাঙ্গালীর এই প্রভাতকুটির বিলের জন্য প্রযোজ্য। এক সময় বিলের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছেভরপুর ছিল। বড় মাছের ভয়ে লোকজন নৌকা দিয়ে এপাড়-ওপাড় করতে সাহস পেত না বলেপ্রবৃণ লোকদের মূখে শুনা যায় এবং এই বিলের গজার মাছ খেলে মানুষের রোগ-বালাইভাল হত বলে প্রবাদ রয়ে গেছে। যে কারনে উক্ত বিলের অত্যন্ত কদর রয়েছে।প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষনের অভাবে বিলটি তার ঐতিহ্য হারাতে বসেছে।বর্তমানেও এই বিলের বহু সুনাম রয়েছে।   এখানে চাষিরা মাছ চাষ করে প্রচুরপরিমান  মুনাফা অর্জন করে আসছে।