Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
জালালপুর ঐতিহাসিক কুটির বিল
বিস্তারিত

এই বিলটি জালালপুরের জন্য একটি ঐতিহ্যবাহী বিল ।  এই বিলটি নীল কুটিরেরপাশেই প্রবাহিত একটি ঐতিহ্যবাহী জলাশ্বয়। মাছে ভাতে বাঙ্গালীর এই প্রভাতকুটির বিলের জন্য প্রযোজ্য। এক সময় বিলের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছেভরপুর ছিল। বড় মাছের ভয়ে লোকজন নৌকা দিয়ে এপাড়-ওপাড় করতে সাহস পেত না বলেপ্রবৃণ লোকদের মূখে শুনা যায় এবং এই বিলের গজার মাছ খেলে মানুষের রোগ-বালাইভাল হত বলে প্রবাদ রয়ে গেছে। যে কারনে উক্ত বিলের অত্যন্ত কদর রয়েছে।প্রয়োজনীয় সংস্কার ও রক্ষণাবেক্ষনের অভাবে বিলটি তার ঐতিহ্য হারাতে বসেছে।বর্তমানেও এই বিলের বহু সুনাম রয়েছে।   এখানে চাষিরা মাছ চাষ করে প্রচুরপরিমান  মুনাফা অর্জন করে আসছে।