Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

প্রাথমিক বিদ্যালয়ের ডাটা এন্ট্রির নিয়মাবলী

প্রাথমিক বিদ্যালয়ের ডাটা এন্ট্রির নিয়মাবলী

 

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অনলাইন ডাটা এন্টির কাজটি যেভাবে করতে হবে।

প্রথমে- http://www.dpe.gov.bd/ সাইডে প্রবেশ করার পর নিম্মের স্কীনের মতো একটি পাতা আসবে। সেখান থেকে Online Application অপশনে ক্লিক করতে হবে।

অতপর নিচের পাতার মত একটি পাতা আসবে। সেখান থেকে যে যেই বিভাগের অধিনে আছেন সেই বিভাগের লিংকে ক্লিক দিতে হবে

 

যে হোক কাজটি করতে হলে পাসওয়ার্ড আইডির দরকার সেটা কিভাবে বের করবেন সেটা আগেই দেখানোর দরকার ছিল। যেই হোক এবার দেখুন নিদিষ্ট স্কুলের কিভাবে পাসওর্য়াড আইডি বের করবেন

 

অতপর উপরোক্ত পাতা থেকে  ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেতে ক্লিক করুন  ক্লিক করলে নিম্মের একটি মেন্যু সংবলিত পাতা উক্ত পাতার তথ্য সঠিক ভাবে দিয়ে লগইন করলেই কাংখিত উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আইডি পাসওয়ার্ড আসবে। তবে কোন কারনে যদি পাসওয়ার্ড উদ্ধার করতে গিয়ে ইনভাইলেড শব্দটি দেখতে পান তাহলে বুঝতে হবে আপনার কাংখিত প্রতিষ্ঠানের পাসওয়ার্ড পরিবর্তন করা হযেছে।

 

অতপর আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে কাজ করুন ।

শুধু নিম্নের তথ্য গুলো এন্টি করতে হবে তাই অত্যন্ত সর্তকতার সাথে তথ্য গুলো পুরণ করুন 

আশা করি কাজটি করতে আপনাদের আর কোন সমস্যা হবে না।