Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কৃষি অফিস
বিস্তারিত

এটি কিশোরগঞ্জ জেলা কটিয়াদী উপজেলাধীন জালালপুর ইউনিয়ন পরিষদের দক্ষিণ পার্শ্বে অবস্থিত।

ছবি
label.column.field_office_cism

* সময়মত সার সরবরাহ।

* পানি সরবরাহ।

* জৈব সার।

* যাবতীয় কৃষি যন্ত্রপাতী সমূহ সঠিক সময়ে সঠিক ভাবে ব্যবহার করা।

সিটিজেন চার্টার

 কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর সিটেজেন চার্টার

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর একটি সরকারী সেবামূলক প্রতিষ্ঠান।

সাধারণ তথ্য

সরিষা ও তিল।  কাউন, চিনা, ধুন্দা, গম, যব জাতীয় খাদ্য শস্য  উৎপন্ন হয়। এখানকার উল্লেখযোগ্য ফল হচ্ছে ফুটি ধনে, (বাঙ্গি), তরমুজ, ক্ষীরা ইত্যাদি। এছাড়াও এ জেলায় আম, জাম,কাঁঠাল, পেয়ারা, নারিকেল, সুপারি, তাল, খেজুর, জাম্বুরা (বাসহশ্রাম ধূলদিয়া ইউনিয়নের  উৎপাদিত শস্যের মধ্যে উল্লেখযোগ্য শস্য হচ্ছে ধান। ধানের পরেই পাটের স্থান। এরপরে  যেসব কৃষিজাত দ্রব্যের নাম করতে হয় সেগুলো হচ্ছে মাসকলাই, মটর, ছোলা ইত্যাদি ডাল জাতীয় শস্য। তৈল বীজের মধ্যে রয়েছে  তাবি লেবু), লেবু, তেঁতুল, কামরাঙ্গা, জলপাই, বেল, ডালিম, আতা ইত্যাদি ফলও প্রচুর পরিমানে উৎপন্ন হয়। মরিচ, পেঁয়াজ, রসুন, আদা ইত্যাদি মসলা জাতীয় শস্য, লাউ, মিষ্টি কুমড়া, চাল কুমড়া, উচ্ছে, করলা, চিচিঙ্গা, ঝিঙ্গা, ধুন্দুল, শিম, বরবটি, কাকরল, ঢেড়শ, গোল আলু, বেগুন, টমেটো ফুলকপি, বাঁধাকপি ইত্যাদি সবজি প্রচুর পরিমানে উৎপাদিত হয়।

label.column.field_projects
ক্রমিক নং            দায়িত্বাবলী                  সেবাগ্রহণকারী            প্রার্থিত সুবিধা পাওয়ার সর্বোচ্চ সময়সীমা         
কৃষি তথ্য ও প্রযুক্তিভিত্তিক প্রিন্ট মিডিয়া
কৃষি তথ্য সার্ভিস নিজস্ব কার্যক্রম
i. নিয়মিত:
            . কৃষিকথা, একমাত্র সরকারি         আপামর কৃষক, শিক্ষক,ছাত্র/ছাত্রী, উদ্যোক্তা, খামারি, গবেষক,    ৩০ দিন
             কৃষি ভিত্তিক মাসিক ম্যাগাজিন।         সম্প্রসারণবিদ, এনজিও কর্মী, আগ্রহী জনসাধারণ                   (প্রতি সংখ্যা)
 
 
. সম্প্রসারণ বার্তা : মাসিক কৃষিভিত্তিক          কৃষি মন্ত্রণালয়াধীন সংস্থা প্রধান, উর্ধ্বতন কর্মকর্তা, গবেষক,     ৩০ দিন
                         সংবাদ বুলেটিন।                  বিজ্ঞানী, সম্প্রসারণবিদ, সম্প্রসারণকর্মী ও কৃষিজীবী               (প্রতি সংখ্যা)
 
 গ. কৃষি ডাইরি :
কৃষির সর্বশেষ হালনাগাদ তথ্য প্রযুক্তি,                       সরকারের উর্ধ্বতন কর্মকর্তা,                      প্রতি বছর (ডিসেম্বরের
কৃষি সম্পর্কীয় টেলিফোন নম্বর এবং কৃষি স্লোগান,     অবসরপ্রাপ্ত কর্মকর্তা, কৃষক, গবেষক                  প্রথম সপ্তাহে প্রকাশিত)
ছন্দ ও তথ্যভিত্তিক ৩৬৫ দিনের ডাইরি
                  
ii) অনিয়মিত
ক. পোস্টার, লিফলেট, বুকলেট, ফোল্ডার,               দেশের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য                            সারাবছর
 স্টিকার, এসব সমসাময়িক কৃষি প্রযুক্তি তথ্য,                                                            মৌসুমভিত্তিক বা যখন প্রয়োজন হয়।
চলমান গুরুত্বপূর্ণ ইস্যু ভিত্তিক প্রকাশনা
                    
. বিশেষ ক্রোড়পত্র : জাতীয় ও                         সমগ্র জনগোষ্ঠীর জন্য                   জাতীয় ও আন্তর্জাতিক দিবস উপলক্ষে
আন্তর্জাতিক দিবস বা ইস্যু ভিত্তিক
জাতীয় পত্রিকায় প্রকাশনা                                     
                
 . বিজ্ঞপ্তি : প্রাকৃতিক দূর্যোগ, মহামারি,            দেশের কৃষিজীবীসহ আপামর জনগণ              কৃষিভিত্তিক  যে কোন ইস্যুতে
  বিশেষ তথ্য প্রযুক্তি প্রচারণা সম্পর্কে
  জ্ঞাত করানো।
 
. অন্য বিভাগের প্রকাশনা :              কৃষি মন্ত্রণালয়সহ বিভিন্ন বিভাগ, সংস্থা কর্তৃক প্রেরিত     সারাবছর প্রয়োজন মাফিক
বুকলেট, লিফলেট, পোস্টার,
ফোল্ডার, প্রশিক্ষণ, ম্যানুয়ালসহ
 অন্যান্য প্রকাশনা
           
০২. কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক ইলেকট্রনিক মিডিয়া      পুরো দেশের রেডিও’র শ্রোতামণ্ডলী      প্রতিদিন  জাতীয় ও আঞ্চলিক    
. রেডিও: জাতীয় (দেশ আমার মাটি আমার) আঞ্চলিক দু’টো অনুষ্ঠান                                  প্রোগ্রামে সম্প্রচার               
প্রভাতী ও সান্ধ্যকালীন অনুষ্ঠানের মাধ্যমে চলমান, সময়োপযোগী                                                
তথ্য প্রযুক্তি সম্প্রচার, দৈনিক প্রায় সাড়ে ৫ ঘন্টা
           
টেলিভিশন : মাটি ও মানুষ, কৃষি তথ্য ও      কৃষির সাথে সম্পৃক্ত, আগ্রহী শ্রোতাবৃন্দ, দেশব্যাপী        সপ্তাহে ২ দিন নতুন অনুষ্ঠান
     উন্নয়নমূলক অনুষ্ঠান-সপ্তাহে ৫ দিন                                                                                সম্প্রচার ও পুনঃপ্রচার ৩ দিন 

০৩. মাল্টিমিডিয়া প্রোডাকশন ও প্রমোশন :                    
কৃষি তথ্য প্রযুক্তিভিত্তিক
Infotainment (বিনোদনের মাধ্যমে কৃষি তথ্য                               গ্রাম ও শহরের আগ্রহী দর্শক,            মেলা, জাতীয় ও আন্তর্জাতিক উৎসব পালন
প্রযুক্তিভিত্তিক ডকুড্রামা, গান, নাটক তৈরি ও সম্প্রচার                     কৃষক, ছাত্র, শিক্ষকসহ কৃষিজীবী           এবং যে কোন সংস্থার চাহিদামাফিক
যা গ্রামগঞ্জে, হাটবাজারে, শিক্ষা প্রতিষ্ঠানে সন্ধ্যার পর প্রচারিত হয়)        
         
০৪. প্রশিক্ষণ : কৃষিতে উন্নয়ন যোগাযোগ, প্রযুক্তি হস্তান্তর কৌশল,    সরকারি ও বেসরকারি সংস্থার কর্মকর্তাবৃন্দ।      প্রতি বছরে
ই-কৃষি, ই-গভর্নেন্স ও ই-কমার্স, কৃষি ডিজাইনিং ও  গ্রাফিক্স      যারা মিডিয়া ভিত্তিক কার্যক্রমে সংশ্লিষ্ট বা আগ্রহী    সিডিউল অনুযায়ী

    
০৫. বেতার স্ক্রিপ্ট লিখন ও উপস্থাপন কৌশলসহ          কৃষি সম্প্রসারণ/মৎস্য/বন/পশুসম্পদ/                প্রান্তিক সভার সিদ্ধান্ত
কৃষি উন্নয়ন যোগাযোগ এর ওপর প্রশিক্ষণ প্রদান।         বিআরডিবি/কৃষি গবেষণা/ধান/গবেষণা/               অনুযায়ী
                                                                               পাট গবেষণা/ইক্ষু গবেষণা/স্থানীয়
                                                                                সংবাদদাতা ও এনজিও কর্মী
          
০৬. সরকার কর্তৃক নির্ধারিত/ঘোষিত অন্যান্য সেবাসমূহ প্রদান করা     আপামর দেশবাসী      সারাবছর (প্রয়োজন মাফিক)
                                                                                       
০৭. টাইমস্কেল প্রদান                                                      প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী                ৩০ দিন
 
০৮. চিকিৎসা সাহায্য মঞ্জুরি আবেদন এবং চাকরির দরখাস্ত অগ্রায়ণ       প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী               ৭ দিন
 
০৯. জি পি এফ, গৃহ নির্মাণ, গাড়ি ও অন্যান্য ধরনের আবেদন নিষ্পত্তি      প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী                ৭ দিন
 
১০. বেতন সমতাকরণ ও ইনক্রিমেন্ট প্রদান                          প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী                ১৫ দিন
 
১১. অফিস সরঞ্জাম ও সামগ্রী ক্রয়ের আবেদন নিষ্পত্তিকরণ                 প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী                 ১৫ দিন
 
১২. পদোন্নতি এবং নতুন নিয়োগ                                             প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী             ৯০ দিন
 
১৩. অন্য যে কোন আবেদন                                                  প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী               ৭ দিন
 
১৪. অভিযোগ প্রাপ্তি স্বীকার                                          সেবাগ্রহণকারী যে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান      ২ দিন
 
১৫. অভিযোগের উত্তর প্রদান                                                  অভিযোগকারী                                 ১০ দিন
 
১৬. অভিযোগের চূড়ান্ত নিষ্পত্তি                                               অভিযোগকারী                                 ২৫ দিন
 
১৭. মন্ত্রণালয়ে প্রতিবেদন প্রেরণ                                                প্রয়োজনমাফিক
যোগাযোগ

কটিয়াদী হতে রিক্সা, সিএনজি, সাইকেল, পায়ে হেটে বিভিন্ন ভাবে জালালপুরকৃষি অফিসে আসা যাওয়া করা যায়।