শিরোনাম
জালালপুর ঐতিহাসিক নীল কুটির
স্থান
জালালপুর ইউনিয়ন পরিষদের পূর্ব পার্শ্বে এবং কুটির বিলের উত্তর পার্শ্বে অবস্থিত।
কিভাবে যাওয়া যায়
কটিয়াদী থানার মোড় হইতে জালালপুর রোড চরঝাকালিয়া স্বর্নিভর ভায়া জালালপুর ইউনিয়ন পরিষদের পিছন দিয়া আনন্দ বাজারের সামনে দিয়া এবং ভূইয়া বাড়ীর সামনে দিয়া ঐতিহাসিক নীল কুটির পরিদর্শনে যাওয়া যায়। এটি ঐতিহাসিক কুটির বিলের উত্তর পার্শ্বে অবস্থিত। কটিয়াদী হইতে রিক্সা ৩০ টাকা ভাড়া এবং সিএনজি ভাড়া ২০ টাকা।
বিস্তারিত
বৃটিশ শাম্রাজ্যবাদরা এদেশ শাষন করার সময় সুদীর্ঘ ২০০ শত বছর পর্যন্ত এ এলাকায় নীল চাষ করে। এই নীলকে প্রক্রিয়াজাত করন করার জন্য এই নীলের চুলা স্থাপন করা হয়। যাহা নীল কুটির নামে পরিচিতি লাভ করে। ইহার প্রাচীন নিদর্শন বহু বিদেশী এখানে পরিদর্শন করার জন্য আসে।