বৃটিশ শাম্রাজ্যবাদরা এদেশ শাষন করার সময় সুদীর্ঘ ২০০ শত বছর পর্যন্ত এ এলাকায় নীল চাষ করে। এই নীলকে প্রক্রিয়াজাত করন করার জন্য এই নীলের চুলা স্থাপন করা হয়। যাহা নীল কুটির নামে পরিচিতি লাভ করে। ইহার প্রাচীন নিদর্শন বহু বিদেশী এখানে পরিদর্শন করার জন্য আসে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস